মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতীয় সেনা অফিসারকে গুলি করে কাশ্মীরে আত্মঘাতী আরেক ভারতীয় কনস্টেবল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ১০:৪১ এএম

এর আগেও এরকম ঘটনা ঘটেছে কাশ্মীরে। এই অঞ্চলে প্রায় সময় কোনো না কোনো কারণে সেনা সদস্য মারা যাচ্ছে। এদিকে ভারত শাসিত জম্মু-কাশ্মীরে এক সেনা অফিসারকে গুলি করে আত্মহত্যা করেছে সশস্ত্র সীমা বলের (এসএসবি) এক সদস্য।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কুলগমের জেলা আদালত চত্বরে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, ঘটনার দিন রাতে আদালত চত্বরে এসএসবির অষ্টম ব্যাটালিয়নের ডিউটি ছিল। সেখানে এসএসবির এক কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারকে সার্ভিস রাইফেল থেকে গুলি করে হত্যা করেন।

জানা গেছে, আদালত চত্বর কোনো কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেসময় লোডেড রাইফেল থেকে আচমকা গুলি চালিয়ে দেন ওই কনস্টেবল। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই সেনা অফিসার। পরে ওই রাইফেল থেকে গুলি চালিয়ে নিজেও আত্মহত্যা করেন।

ঘটনার পর রাতেই সশস্ত্র সীমা বলের সিনিয়র অফিসাররা সেখানে পৌঁছান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এসএসবি হলো- ভারতের আধা-সামরিক বাহিনী। তারা নেপাল ও ভুটান সীমান্ত ছাড়াও জম্মু-কাশ্মীরের কিছু অংশে সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে।

এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের গান্ডেরবালে পাঁচ সহকর্মীকে খুন করে আত্মহত্যা করেছিলেন এক ভারতীয় সেনা সদস্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Babul Mostafa ৭ জুলাই, ২০২০, ১:৩৪ পিএম says : 0
সেনা অফিসার এর নাম কি এবং কনস্টেবল এর নাম কি , বিস্তারিত খবর লিখবেন, নচেৎ মানুষ বিভ্রান্ত হবে !
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন