ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় এ পর্যন্ত নোবেল করোনা ভাইরাসে কোভিড-১৯ মোট নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ১৫৭ জনের। তাঁর মাঝে প্রাপ্ত ফলাফল পাওয়া যায় ১ হাজার ১৪২ জনের। এর মাঝে পজেটিভ ৯৩, নেগেটিভ ১ হাজার ৪৯ জনের ফলাফল এসেছে ।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ৫৯ জন, সুস্থ ৪৪ জন, মৃত্যু ০৩ জন, চিকিৎসাধীন ১২ জন। তাঁর মাঝে পৌরসভায় আক্রান্ত ৩৪ জন, সুস্থ ২৭ জন, মৃত্যু ০১ জন, চিকিৎসাধীন ০৬ জন। রামভদ্রপুর ইউনিয়নে আক্রান্ত ০২ জন, সুস্থ ০১ জন, চিকিৎসাধীন ০১ জন। ভাইটকান্দি ইউনিয়নে আক্রান্ত ০২ জন, সুস্থ ০২ জন। সিংহেশ্বর ইউনিয়নে আক্রান্ত ০৩ জন, সুস্থ ০১ জন, চিকিৎসাধীন ০২ জন। ফুলপুর সদর ইউনিয়নে আক্রান্ত ০৫ জন, সুস্থ ০৪ জন,চিকিৎসাধীন ০১জন। পয়ারী ইউনিয়নে আক্রান্ত ০১ জন, চিকিৎসাধীন ০১ জন। রহিমগঞ্জ ইউনিয়নে আক্রান্ত ০২ জন, মৃত্যু ০১ জন, চিকিৎসাধীন ০১ জন। রুপসী ইউনিয়নে আক্রান্ত ০৪ জন, সুস্থ ০৪ জন। বালিয়া ইউনিয়নে আক্রান্ত ০৪ জন, সুস্থ ০৩ জন, মৃত্যু ০১ জন। বওলা ইউনিয়নে আক্রান্ত ০২ জন, সুস্থ ০২ জন। ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নে কোন করোনা রোগী পাওয়া যায়নি।
তারাকান্দা উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ৩৪ জন, সুস্থ ২২ জন, মৃত্যু ১ জন,চিকিৎসাধীন ১১ জন। তাঁর মাঝে তারাকান্দা সদর ইউনিয়নে আক্রান্ত ০৫ জন, চিকিৎসাধীন ৫ জন। বানিহালা ইউনিয়নে আক্রান্ত ০৫ জন, সুস্থ ০২ জন, চিকিৎসাধীন ৩ জন। কাকনী ইউনিয়নে আক্রান্ত ০২ জন, সুস্থ্য ২ জন। গালাগাঁও ইউনিয়নে আক্রান্ত ০৩ জন, সুস্থ ০৩ জন। বালিখাঁ ইউনিয়নে আক্রান্ত ০১ জন, চিকিৎসাধীন ০১জন। ঢাকুয়া ইউনিয়নে আক্রান্ত ৪ জন, সুস্থ ৩ জন চিকিৎসাধীন ০১ জন। রামপুর ইউনিয়নে আক্রান্ত ৩ জন, সুস্থ ২জন, মৃত্যু ০১ জন। কামারিয়া ইউনিয়নে আক্রান্ত ১০ জন সুস্থ্য ১০ জন।
তারাকান্দার কামারগাঁও ইউনিয়নে কোন করোনা রোগী পাওয়া যায়নি।
ফুলপুরে মোট নমুনা সংগ্রহ ৬৮৭, প্রাপ্ত ফলাফল ৬৮২, পজেটিভ ৫৯, নেগেটিভ ৬২৩ জন। তারাকান্দায় মোট নমুনা সংগ্রহ ৪৭০, প্রাপ্ত ফলাফল ৪৬০, পজেটিভ ৩৪ নেগেটিভ ৪২৬ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন