শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ২২৩৮, আক্রান্ত ১৭৫৪৯৪

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৩:২৬ পিএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২,২৩৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া মোট আক্রান্তদ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৫,৪৯৪ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৭৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫,৬৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৫,৬৭২টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,৪৮৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৭২,১৩৪ জন। আর গতকাল আরও ৪৬ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২,১৯৭ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ২,৭৩৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৮০,৮৩৮ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন