শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানে তালিবান হামলায় নিহত ২৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১২:০০ এএম

তালিবানে হামলায় আফগানিস্তানের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২৬ সদস্য নিহত হয়েছে। কর্মকর্তারা সোমবার নিশ্চিত করেছেন।
কুন্দুজ প্রদেশের গভর্নরের মুখপাত্র এসমতুল্লাহ মুরাদি বলেছেন, রোববার সন্ধ্যায় বিদ্রোহীরা চাহার দারা ও ইমাম সাহেব জেলায় সমন্বিত হামলা চালায়। তিনি নিশ্চিত করেছেন যে, গুলি বিনিময়ে বাহিনীর ১৪ সদস্য এবং তিনজন তালিবান জঙ্গি নিহত হয়েছেন।
তালেবানরা কুন্দুজে হামলার দায় স্বীকার করেছে। দলটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে দাবি করেছেন যে, উভয় জেলায় চেক পয়েন্টে হামলায় ১৯ জন সরকারি সেনা নিহত হয়েছেন।
কর্মকর্তারা বলেছেন, নিকটস্থ বাদাখশান এবং ঘোর প্রদেশে তালিবানরা একই রকম মারাত্মক হামলা চালিয়ে অন্তত ১২ নিরাপত্তা বাহিনীকে হত্যা করেছে।
অপর এক বিবৃতিতে এই গোষ্ঠীর মুখপাত্রও এই আক্রমণের জন্য দায় স্বীকার করে বলেছে, আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। সূত্র : আনাদোলু এজেন্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন