কয়েকদিনের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা, সিংহেশ্বর ও ফুলপুর ইউনিয়নের ও ফুলপুর পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার লোক পানিবন্ধি হয়ে পড়েছে। এতে অনেক কৃষকের বীজতলা ও পুকুর তলিয়ে গেছে। ফিসারি ও পুকুর তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে মৎস্য চাষিরা।সেই সাথে বেশকিছু কাচাঁ রাস্তা নষ্ট হয়ে গেছে। ফুলপুর পৌরসভার চড়পাড়া, কাজিয়াকান্দা, দিউ, জুগিরগুহাসহ বেশ কিছু এলাকা অতিবৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষ পানিবন্ধি অবস্থায় জীবণ যাপন করছে। প্লাবিত হওয়া পানিবন্ধি এলাকার লোকজন হাসঁ-মুরগী ও গবাদী পশু নিয়ে মানবেতর জীবণযাবন করছে।
ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত এলাকার ও লোকজনের তালিকা সংগ্রহ করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন