ইউটিউবে ‘বিমু শোভা’ নামক দেখা নাটকের আদলে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে লামিয়া আক্তার আঁখি (১০) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া গ্রামের তপাদার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির রাজমিস্ত্রি আলমগীর হোসেন তপাদারের মেয়ে ও ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, ইউটিউবে ‘বিমু শোভা’ নামক নাট্য সিরিয়ালে ফাঁস দিয়ে আত্মহত্যার দৃশ্য আছে। আঁখি নাটকের আদলে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে তার নির্মম মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।
শিশুটির দাদি নূরজাহান বেগম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহস্থালী কাজ থেকে ঘরে ফিরে আঁখির মা জান্নাত বেগম ঘরের দরজা বন্ধ অবস্থায় পান। জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি আঁখিকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আঁখিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতেই লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে বলে জানান থানার উপ-পরিদর্শক উনু মং মারমা।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, লাশ উদ্ধার ও অপমৃত্যু মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন