শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদগঞ্জে স্মার্টকার্ড দেয়ার নামে প্রতারণার অভিযোগে আটক ১

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা : জাতীয় পরিচয়পত্র তথা স্মার্ট কার্ড দেয়ার নামে প্রতারণার অভিযোগে স্থানীয় জনতা ফরিদগঞ্জে কথিত স্কুলশিক্ষক আবুল খায়ের (৪৫) নামে একজনকে আটক করে নির্বাচন অফিসের মাধ্যমে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে।
জানা গেছে, পার্শ¦বর্তী হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রামের মৃত মুকবুল আহাম্মদের ছেলে আবুল খায়ের গত কয়েকদিন ধরে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে বাড়ি বাড়ি গিয়ে স্মার্টকার্ড দেয়ার কথা বলে পুরুষ ও মহিলাদের কাছ থেকে পুরানো জাতীয় পরিচয়পত্র ও নতুন ভোটারদের সিøপের ফটোকপি সংগ্রহ বা নাম্বার সংগ্রহ করছিল। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে সোমবার সকালে তাকে আটক করে উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। প্রতারণার শিকার আরমান হোসেন, ওয়াসিম হোসেন জানায়, আবুল খায়ের নিজেকে রশিদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্যারা শিক্ষক পরিচয় দিয়ে এই কাজ করছিল। একই সাথে আগামী ২ মার্চ স্মার্টকার্ড দিবে বলে জনপ্রতি ২শত টাকা করে আদায় করে। পরে তারা স্থানীয় স্কুলশিক্ষক ও ভোটার তালিকা হালনাগাদের ইতিঃপূর্বে দায়িত্বপালনকারী মাইন উদ্দিন মাস্টারের সাথে কথা বলে ওই ব্যক্তি প্রতারক বলে নিশ্চিত হয়ে তাকে আটক করে। পরে ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোমেনা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন