চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের একাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী গুরুত্বর রক্তাক্ত জখম হয়েছে। আহতরা হলো,নাদিম হাসান (১৭) ও নাসির (১৭) । বর্তমানে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার দুপুরে উপজেলার চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র রায়পুর উপজেলার দেনায়েত পুর গ্রামের নামিদ হাসান ও কেরোয়া গ্রামের নাসির মোটর সাইকেল যোগে শনিবার দুপুরে কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের জোড় কবরের কাছে একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী দুই ছাত্র গুরুতর রক্তাক্ত জখম হয়। দ্রুত তাদের ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর প্রেরণ করে।
ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, আহত দুই শিক্ষার্থীর অবস্থার গুরুতর দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন