শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদগঞ্জে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন জঙ্গিবাদের স্থান বাংলার জমিনে হবে না -ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ঘোষিত, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় নির্দেশিত কর্মসূচী মোতাবেক গতকাল সোমবার বেলা ১১টায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমানের নেতৃত্বে মানববন্ধনে মাদরাসা ও কারিগরি শাখার শিক্ষক ও ছাত্রবৃন্দ অংশগ্রহণ করে। মানববন্ধনে ড. মাহবুবুর রহমান বলেন, নবী ওলীদের দুশমনেরা পরাশক্তির মদদে এ দেশের ইসলাম ও আলেম ওলামাদের হেয় করা, দ্বীনি শিক্ষা ও পরিবেশকে ধ্বংস করার চক্রান্তে ইসলামের নামে মানুষ হত্যা করছে। আত্মহত্যা হারাম জেনেও আত্মঘাতী আক্রমণ করে ইসলামকে কলুষিত করছে। যে করেই হোক সকলের ঐক্যের মাধ্যমে এ দানবকে রুখতে হবে। সুস্পষ্ট ঘোষণাÑ জঙ্গিবাদের স্থান বাংলার জমিনে হবে না। মানববন্ধনে লতিফগঞ্জ মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নানসহ বিভিন্ন মাদরাসার অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। পরিশেষে, প্রধান মুহাদ্দিস মাওলানা মমিনুল ইসলাম খান দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন