কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের শালগাঁও গ্রামের খানেবাড়ির মলাই মিয়ার খামারে প্রস্তুত ১২ লাখ টাকা দামের গরু। এ গরু থেকে পাওয়া যাবে অন্তত ২৫ মণ গোশত।
শুধু তাই নয়, এ খামারে রয়েছে সর্বোচ্চ ১২-১০ লাখ থেকে সর্বনিম্ন ৬০ হাজার টাকার পর্যন্ত কোরবানির গরু। এই খামারের বেশিরভাগ গরুকে গত ৩ বছর ধরে প্রাকৃতিক খাবারের মাধ্যমে হৃষ্টপুষ্ট করা হয়েছে। প্রতিদিন কোরবানির এই পশুগুলোকে খাবার হিসেবে দেয়া হয়ে থাকে ঘাস, ভূষি, ভুট্টা, মিষ্টি কুমড়াসহ প্রাকৃতিক খাবার।
খামারের মালিক মলাই মিয়া ও সংশ্লিষ্টরা জানান, কোরবানিকে সামনে রেখে প্রতিটি গরুকে অত্যন্ত যত্নের সাথে লালন-পালন করা হয়েছে। ১০-১২ লাখ টাকা থেকে ৬০ হাজার টাকার গরুও রয়েছে। গরুগুলো যাতে কোনোভাবেই রোগাক্রান্ত না হয় সেজন্য চিকিৎসকরে পরামর্শের পাশাপাশি বিশেষ নজর রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন