শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

চামড়া শিল্প ধ্বংসকারীদের আইনের আওতায় আনতে হবে -হেফাজতে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২০, ৯:১৯ এএম | আপডেট : ৯:২৪ এএম, ৩ আগস্ট, ২০২০

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাক মওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ এক বিবৃতিতে বলেছেন, চামড়া শিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে। কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়ে সরকার পাচারকারী সিন্ডিকেট হোতাদের নিয়ন্ত্রণের পরিবর্তে সহযোগীর ভূমিকা পালন করছে। চামড়ার দাম নিয়ে সরকার নিজেরাই নৈরাজ্য তৈরি করছে। যার কারণে প্রকৃত দামও পাচ্ছেন না মালিকরা। চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় হাজার হাজার কওমি মাদরাসা, এতিমখানা এবং সমাজের গরিব দুস্থ মানুষ মারাত্মকভাবে বঞ্চিত হয়েছে। এজন্য সরকার কোনভাবে এর দায়ভার এড়াতে পারবে না ।
তিনি আরও বলেন, জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে হলে অবশ্যই চামড়া শিল্পে উন্নয়ন ঘটাতে হবে। এবার লাখ টাকা দিয়ে কেনা কোরবানির গরুর চামড়ার দাম ছিল মাত্র ২শ’ থেকে ৩শ’ টাকা। ১৭ থেকে ১৮ হাজার টাকার খাসির চামড়া মাত্র ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হয়েছে। জাতীয় অর্থনীতিতে অবদান রাখা একটি গুরুত্বপূর্ণ শিল্প হল চামড়া। অথচ স্মরণকালের মধ্যে সবচেয়ে বিপর্যয়ের মুখে পড়েছে কোরবানির পশুর চামড়ার বাজার। অসাধু কতিপয় সিন্ডিকেট এর মাধ্যমে দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে যারা ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Add
মহিবুল্লাহ ৩ আগস্ট, ২০২০, ১০:৪১ এএম says : 0
হেফাজতে ইসলামের এই দাবি বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি
Total Reply(0)
Add
ওবায়দুর রহমান ৩ আগস্ট, ২০২০, ১০:৪২ এএম says : 1
প্রতি বছর একই সমস্যা হচ্ছে তার পরেও কেন এর প্রতিকারে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
Total Reply(0)
Add
মনিরুল ইসলাম ৩ আগস্ট, ২০২০, ১০:৪৩ এএম says : 0
যাদের কারণে এমনটা হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক যাতে পরবর্তীতে এরকম ঘটনা আর না ঘটে
Total Reply(0)
Add
আরিফুর রহমান ৩ আগস্ট, ২০২০, ১০:৪৪ এএম says : 0
আল্লাহ আমাদের দেশের ব্যবসায়ীদের কে সঠিক বুঝ দান করুক
Total Reply(0)
Add
Delowar Hossain ৪ আগস্ট, ২০২০, ৯:২৭ পিএম says : 0
চামড়া শিল্পকে আমাদের বাচাতে হ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ