হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও ফটিকছড়ি বাবুনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার সকালের দিকে তাকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
কয়েকদিন ধরে তার শরীরে প্রচন্ড জ্বর বলে জানা গেছে। তার শরীরে জ্বর না কমাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীর একান্ত সচিব মাওলানা হারুন আজিজি নদবী। সাবেক হেফাজতে ইসলামের আমীর হাফেজ মাওলানা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তার জানাজার পূর্বে ১৯ আগস্ট জুনায়েদ বাবুনগরীর মামা মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের আমিরের দায়িত্ব পান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন