মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সাবেক সেনা কর্মকর্তার নির্মম মৃত্যুর ঘটনা দেশবাসীকে ক্ষুদ্ধ করেছে : ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ১১:৩০ এএম

কর্তব্যরত পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার (মেজর) সিনহা রাশেদের নির্মম মৃত্যু দেশবাসীকে আবাও ক্ষুব্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা ব্যক্ত করে এর বিচারের দাবি জানিয়েছেন তিনি।

বিবৃতিত মির্জা ফখরুল বলেন, সকল নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
কিন্ত বর্তমান সরকারের আমলে গত এক দশকে নাগরিকের এই মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র লাগাতারভাবে নিস্ক্রিয়তা ও ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে।
মানবাধিকার সংগঠন সমূহের হিসেবে র‌্যাব ও পুলিশের হাতে ইতিমধ্যেই কয়েক হাজার লোকের এ ধরনের মৃত্যু ও তার সরকারি যান্ত্রিক-বিবৃতি ইতিমধ্যেই জনমনে একটি রাষ্ট্রীয়-মিথ্যাচার বলে প্রতিষ্ঠিত হয়েছে।
সর্বশেষ গত শুক্রবার সাবেক সেনা কর্মকর্তার এই অকাল নির্মম মৃত্যুর ঘটনাও তাই দেশবাসীকে আবারও ক্ষুব্ধ করেছে।

এই নির্মম ঘটনার লোকদেখানো তদন্তের বদলে বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি বিচারবহির্ভূত হত্যাকান্ড, গুম, খুন, এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে জনগণকে সাথে নিয়ে বিএনপি তার যথাযথ ভুমিকা পালন করে চলবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
ফাইজুর রহমান ৪ আগস্ট, ২০২০, ১১:৪৪ এএম says : 0
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একদম ঠিক কথা বলেছেন
Total Reply(0)
আনিসুর রহমান ৪ আগস্ট, ২০২০, ১১:৪৫ এএম says : 0
দেশের বর্তমান পরিস্থিতি সত্যিই হতাশাজনক
Total Reply(0)
সুফিয়ান ৪ আগস্ট, ২০২০, ১১:৪৬ এএম says : 0
কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না
Total Reply(0)
আব্দুল হান্নান ৪ আগস্ট, ২০২০, ১১:৪৬ এএম says : 0
দেশে এখন যা হচ্ছে তা সইতে পারতেছি আর কিছু বলতেও পারতেছিনা
Total Reply(0)
সোহরাব ৪ আগস্ট, ২০২০, ১১:৪৭ এএম says : 0
এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি
Total Reply(0)
শফিকুল ইসলাম ৪ আগস্ট, ২০২০, ১১:৪৮ এএম says : 0
সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠ বিচার হওয়া দরকার
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন