ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাদির খান (৫৫) নামে এক কৃষক খুন হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কৃষক সাদিক খান। সে উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামের বদিরুল আলম খানের সন্তান।
তারাকান্দা থানা ও নিহতের পরিবার সুত্রে জানাযায়, উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামের প্রতিবেশি লতিফ খান ও শমসের খানের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এনিয়ে এলাকায় আদিপত্য বিস্তারে দুপক্ষের মাঝে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। গত রবিবার (২ আগষ্ট) বিকেলে পূর্বের বিরোধ নিয়ে লতিফ খান ও শমসের খানের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে লতিফ খানসহ কয়েকজন মিলে ধারালো ছুরি দিয়ে কৃষক সাদিক খানকে আঘাত করেন । এতে সে মারাত্বক ভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় কৃষক সাদিক খানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যায় কৃষক সাদিক খান।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, এ ব্যাপারে হত্যা মামলার দায়ের করেছেন নিহতের পরিবার। আসামিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন