সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অস্থায়ী বাঁধ ভেঙে চাঁদপুর সেচ প্রকল্প প্লাবিত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ৭:১১ পিএম

দক্ষিণা বাতাসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে অস্থায়ী বাঁধের দুটি স্থান ভেঙে গেছে। প্লাবিত হয়ে পড়ছে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা। প্রচন্ড গতিতে মেঘনা নদীর পানি সেচ প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করছে।

চাঁদপুর জেলা সদরের কিয়দংশ, হাইমচর, ফরিদগঞ্জ এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা নিয়ে চাঁদপুর সেচ প্রকল্পের অবস্থান। বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় কয়েক হাজার একর জমির ফসল এখন হুমকির মুখে।

অস্থায়ী বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়ে চাঁদপুর সেচ প্রকল্প সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করছেন । এই অবস্থায় কি করনীয় তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করছেন।

পূর্ণিমার প্রভাব দুদিন আগে কেটে গেলেও হঠাৎ বুধবার সকাল থেকে দক্ষিণা বাতাস বইতে থাকে। ফুলে-ফেঁপে ওঠে চাঁদপুর মেঘনা। বিকেলে জোয়ার শুরু হলে পানি বাড়তে থাকে।
সন্ধ্যা সোয়া ৬টায় হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর এবং চর ভাঙ্গা এলাকায় অস্বাভাবিক জোয়ারের পানিতে অস্থায়ী বাঁধ ভেঙে যায়। এসময়ে প্রচন্ড গতিতে সেচ প্রকল্পের অভ্যন্তরে মেঘনা নদী থেকে পানি প্রবেশ করতে থাকে।

এই ঘটনায় স্থানীয় লোকজন হতবিহ্বল হয়ে পড়ে। উপায়ন্তর না পেয়ে চাঁদপুর সেচ প্রকল্প সংশ্লিষ্টদের খবর দেয়।

এদিকে অস্বাভাবিক জোয়ারের পানি চাঁদপুর শহরে প্রবেশ করেছে। চাঁদপুর লঞ্চঘাট হাঁটু পানিতে তলিয়ে গেছে। শহরের পুরান বাজার, নতুন বাজার, মাদ্রাসা রোড, কোড়ালিয়া রোড, বঙ্গবন্ধু সড়ক, প্রফেসরপাড়াসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ওয়াহিদ ৫ আগস্ট, ২০২০, ৯:৩০ পিএম says : 0
ধন্যবাদইনকিলাবকে এমন গুরুত্বপূর্ণ খবর দেয়ার জন্। বিশ্বস্ত কোন সূত্র পাচ্ছিলাম না। ইনকিলাব থেকে পেলাম
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন