শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধে রবের ৪ প্রস্তাবনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ১২:১১ এএম

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধে চার প্রস্তাবনা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি। গতকাল শনিবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে জরুরিভিত্তিতে বিচারবহির্ভ‚ত হত্যা ও গুম নিষিদ্ধের চার দফা প্রস্তাবনা তুলে ধরেন।

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধে জেএসডির চার প্রস্তাবনা হলো ১. বিচারবহির্ভূত হত্যা ও গুম নিষিদ্ধ করা। ২. আগের সকল বিচারবহির্ভূত হত্যাকান্ডের জন্য স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা এবং সুষ্ঠু স্বচ্ছ বিচারের আওতায় এনে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা। ৩. উপনিবেশিক পুলিশি আইন ও ব্যবস্থার আমূল সংস্কার করে স্বাধীন দেশের উপযোগী করার লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করা। ৪. রাষ্ট্রীয় সকল অস্ত্রধারী প্রতিষ্ঠানকে সাংবিধানিক শৃঙ্খলায় রাখা এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে সাংবিধানিক শাসনের আনুগত্য নিশ্চিত করা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন