মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেজর (অব.) সিনহা হত্যাকান্ড কারাগার থেকে মুক্তি পেলেন শিপ্রা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ৮:০৬ পিএম

পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী হিসেবে কাজ করা শিপ্রা দেবনাথ মুক্তি পেয়েছেন। রোববার বিকাল ৩টায় তিনি কক্সবাজার কারাগার থেকে মুক্তি পান। একটি গাড়িতে করে তিনি কারাগার এলাকা ত্যাগ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রোববারই আদালত তার জামিন মঞ্জুর করে।
একটি তথ্যচিত্র নির্মাণের কাজে সিনহাকে সহযোগিতা করার জন্য শিপ্রাসহ স্টামফোর্ড ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী কক্সবাজারে যান। গ্রেপ্তার আরেক শিক্ষার্থী সায়েদুল ইসলাম সিফাতের জামিন চেয়েও আবেদন করা হয়েছে। সোমবার এ ব্যাপারে আদেশ দিবে আদালত। সিফাতের আইনজীবি মাহবুবুল আলম টিপু জানান, পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলায় সিফাতের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে সোমবার আদেশের দিন ধার্য্য করেন আদালত।।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন