ভারতের এক তারকা ক্রিকেটার অপহৃত হয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে। সবার কৌতূহল হল ম্যাচের আগে ভারতের শ্রেষ্ঠ দুই পুলিশ কর্মকর্তা কি মাঠে হাজির করতে পারবে? পারবে অপহরণকারীকে পাকড়াও করতে?
সামনে ভারত আর পাকিস্তানের মধ্যে এক গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ। ভেনিউ মধ্যপ্রাচ্যের একটি দেশ। টানটান উত্তেজনা দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে। এই উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায় যখন ভারতের শীর্ষ ব্যাটসম্যান বিরাজ (সাকিব সেলিম) অপহৃত হয়। স্বাভাবিকভাবে সন্দেহর দৃষ্টি নিবদ্ধ হয় পাকিস্তানের দিকে। ক্রিকেট খেলা মাঠ থেকে চলে যায় প্রশাসনের হাতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখার ভার নেয়। পররাষ্ট্রমন্ত্রী নিজে অপহরণের বিষয়টি তদারকের দায়িত্ব নেয়। এদিকে এক পাকিস্তানি অপহরণকারী একটি ভিডিও বার্তার মাধ্যমে জানায় বিরাজকে হত্যা করা হবে। পররাষ্ট্রমন্ত্রী দুই দুই পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয় এই অপহরণের বিষয়টি সুরাহা করতে। মিশনের দায়িত্ব পড়ে শীর্ষ পুলিশ কর্মকর্তা কবির শেরগিলের (জন এব্রাহাম) ওপর, তার সহকারী হিসেবে দরে যোগ দেয় জুনায়েদ আনসারি (বরুণ ধাওয়ান)। তাদের হাতে আছে মাত্র ৩৬ ঘণ্টা সময়। তাদের দলে যোগ দেয় ইশিকা (জ্যাকুলিন ফার্নান্দেজ)। এছাড়া মিশন চলাকালে তার কয়েকজন সন্দেহজনক মানুষের সঙ্গে পরিচিত হয়; এদের একজন ক্রিকেট পাগল ওয়াগা (অক্ষয় খান্না) এবং আলতাফ (রাহুল দেব) যে আবুদিন নামে এক গোত্রের সদস্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন