জেলার বাউফলে বাউফলে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে পপি অধিকারী (২৫) নাম এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজাপুর গ্রামের শ্যাম অধিকারী তার স্ত্রী ও দুই বছরের কন্যা অথৈকে নিয়ে রাতের খাবার খেয়ে আলাদা কক্ষে ঘুমিয়ে পরেন। সকাল সাড়ে ৫টার দিকে মেয়ের চিৎকারে শ্যাম অধিকারীর ঘুম ভেঙ্গে গেলে ওই কক্ষে গিয়ে ঘরের আড়ার সাথে পপিকে ঝুলন্ত দেখতে পায় স্বামী শ্যাম। এ সময় শ্যামের ডাকচিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এলে ঝুলন্ত অবস্থায় পপিকে আড়া থেকে নিচে নামানো হয়। এর কিছুক্ষন পর পপি মারা যান। পপি একই উপজেলার মাধবপুর গ্রামের পরেশ চন্দ্রের মেয়ে। ঢাকায় স্বর্ণের কারিগরের কাজ করতেন শ্যাম। লকডাউনের সময় বাড়ীতে এসে আর ঢাকায় যাওয়া হয়নি তার।
বাউফল থানার ওসি( তদন্ত)আল মামুন জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে পাঠানো হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক বা গ্রেফতার করা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন