করোনাভাইরাসে এশিয়ার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত দেশ হচ্ছে ভারত। সেখানে প্রতিদিন সরকারি হিসাবে ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন আর মারা যাচ্ছেন হাজারের কোটায়। ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৫৮ হাজার ১০৮ জনের। মারা গেছেন ৯৬১ জন। বলা যায় করোনাভাইরাসের (কভিড-১৯) হটস্পট এখন ভারত। দৈনিক সংক্রমণে দেশটির ধারেকাছেও নেই এখন কোনো দেশ। যুক্তরাষ্ট্র ও ব্রাজিল দু’দেশের মোট দৈনিক সংক্রমণের সমান রোববার শনাক্ত হয়েছে ভারতে।
সোমবার সকালের ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৫৮ হাজার ১০৮ জনের। মারা গেছেন ৯৬১ জন।
একই সময়ে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৮৪৩ জন আর ব্রাজিলে শনাক্ত হয়েছে ২২ হাজার ৩৬৫ জন। দু’দেশে মোট আক্রান্ত ৫৯ হাজার ২০৮ জন যা ভারতের চেয়ে প্রায় এক হাজারের মতো বেশি।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে যথাক্রমে ৫২২ জন ও ৫৮২ জনের মৃত্যু হয়েছে। দু’দেশের মোট মৃত্যু ভারতে এদিনের মৃত্যুর চেয়ে কিছুটা বেশি।
করোনার মোট সংক্রমণের নিরিখে ভারত এবং ব্রাজিলের পরেই বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতের অবস্থান। অবশ্য মৃত্যুর হিসাবে দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থা মেক্সিকোর পরে চতুর্থ স্থানে।
এদিকে করোনার বৈশ্বিক মোট সংক্রমণ ২ কোটি ১৮ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছেন ৭ লাখ ৭৩ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৫ লাখ ৬১ হাজারের বেশি মানুষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন