শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। একজন রোগীকে সুস্থ করে পরিবার পরিজনকে স্বস্তি দেয়ার মতো মহৎ কাজ আর কিছু হতে পারে না। তিনি গতকাল বুধবার নগরভবনের সম্মেলন কক্ষে চসিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, উন্নত চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা সাবেক মেয়র চট্টলবীর মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী নগরীতে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ভতুর্কি দিয়ে চসিকের আওতায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছিলেন। কিন্তু তা ধ্বংসের দিকে ধাবিত হয়েছে। স্বাস্থ্যসেবার সে সুনাম ফিরিয়ে আনবো। সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রাসাশকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, ইনচার্জ ডা. নাসিম ভুঁইয়া উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন