যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের বন্দি তিন কিশোরকে হত্যার ঘটনায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি আরো ৭দিন সময় চেয়েছে। তদন্তের মেয়াদ ছিল বুধবার। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ বুধবার বিকালে দৈনিক ইনকিলাবকে মেয়াদ বৃদ্ধি করার বিষয় নিশ্চিত করে জানান লিখিতভাবে বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের তদন্ত কমিটির সদস্যরা তদন্ত শেষে ঢাকায় ফিরে গেছেন। তারা শিগগিরই তদন্ত রিপোর্ট দাখিল করবেন ।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবারের কিশোর উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে হত্যাকান্ডের পর থেকে বন্দি ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক, উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। তবে গতকাল কেন্দ্রে সহকারি পরিচালক হিসেবে মো. জাকির হোসেন যোগদান করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
তিনি দৈনিক ইনকিলাবকে জানান, আমার স্পষ্ট বক্তব্য, কেন্দ্রে কোনরূপ অনিয়ম হবে না। অতীতে কী হয়েছে সেদিকে আমি তাকাচ্ছি না। সেটি আইনানুযায়ী হবে। এখন থেকে আমুল পরিবর্তনের চেষ্টা করছি। আমি নিজে কিশোরদের সাথে আমি কথা বলে তাদের অভয় দিয়েছি। অভিভাবক যারা যোগাযোগ করছেন তাদের আশ্বস্ত করছি।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন কিশোরদের অবস্থা উন্নতির দিকে। কেন্দ্রে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। গতকাল পর্যন্ত ২৯১ জন বন্দি শিশু কিশোর রয়েছে। নতুন করে ৪জন কেন্দ্রে এসেছে। ৭ জনের জামিন হওয়ায় তারা বাড়ি ফিরে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন