সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নির্বাচনের প্রতিশ্রুতি মালির ক্ষমতা দখলকারী সেনাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১২:১০ এএম

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মালির বিদ্রোহী সেনারা ‘উপযুক্ত সময়ে’ একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। গত জুলাই থেকে পশ্চিম আফ্রিকার দেশটিতে চরম রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে। ওই সময় শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের সুযোগে মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকর কেইতাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। বিদ্রোহী সেনারা মঙ্গলবার বিকালে মালির প্রেসিডেন্ট ভবনে হানা দেয় এবং অস্ত্রের মুখে কেইতা ও প্রধানমন্ত্রী বুবু সিসাসহ আরো কয়েকজনকে রাজধানী বামাকোর নিকটবর্তী একটি সামরিক শিবিরে ধরে নিয়ে যায়। তার কয়েক ঘণ্টা পর রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে কেইতা পদত্যাগের ঘোষণা দেন এবং সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন। প্রেসিডেন্ট ভবনে হানা দেওয়ার আগে বিদ্রোহী সেনারা রাজধানীর কাছের কাতি শিবিরের নিয়ন্ত্রণ নিয়েছিল। বিবিসি,রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন