অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো আসামিদের।
আজ রোববার (২৩ আগস্ট) আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত। এসময় তাঁদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী ৩১ আগস্ট দিন ধার্য করেন আদালত। এর আগে গত ১৮ আগস্ট শুনানির জন্য আদালত এই দিন ধার্য করেন।
গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলা নগর থানার অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। সেখানে ১২ জনকে সাক্ষী করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন