শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আমদানী করা সার নিয়ে বিপাকে পড়েছে যমুনা সার কারখানা

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ৩:২১ পিএম

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহৎ ইউরিয়া সার উৎপাদন কারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার সম্প্রতি আমদানী কৃত প্রায় অর্ধ লক্ষ টন ইউরিয়া সার নিয়ে বিপাকে পড়েছে। বেশ কয়েক জন ডিলারদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, আমদানীকৃত সারের মান খারাপ হওয়ায় ২২ আগষ্ট শনিবার থেকে ডিলাররা ঐসব সার নেওয়া বন্ধ করে দিয়েছে। কারখানার সার বিক্রয় বিভাগের কর্মকর্তা ওয়ারেজ আলী মামুন জানায়, চলতি মাসে ডিলারদের মাঝে ৪১ হাজার ৮৫১ টন সার বিতনের জন্য বরাদ্ধ দেয়া হয়। আর এতে প্রতি ডিলার পায় ১২ টন করে। এই ১২ টনের মধ্যে কার নিজস্ব সার ৯টন ও আমদানী করা সার থেকে ৩টন। আমদানী কৃত সার ডিলারদের মাঝে বিতরন বাধ্যতামূলক করে দিয়েছে কর্তৃপক্ষ। ডিলাররা জানায়, আমদানী করা সারের মান এতটাই খারাপ যে, গ্রাহকরা পেকেট দেখেই নিতে আপত্তি জানায়। আর ডিলাররা যখন আমদানী করা সার বিতরনে বাধা গ্রস্থ হয় তখন তাদের লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হয়। কারখানার একটি সিন্ডিকেট বিদেশ থেকে নিন্ম মানের এসব সার আমদানী করে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। ফলে সরকার বছরে লোকসান খায় মিলিয়ন বিলিয়ন ড্রলার। এ ব্যাপারে রোব্বার সকালে কারখানার ব্যবস্থাপনা পরিচালক সুজিদ মজুদারের সাথে কথা হলে তিনি জানান, আমদানী করা সার ডিলাররা কেন নিতে চায়না তা আমি জানিনা। এ ব্যাপারে কয়েকজন ডিলারদের সাথে কথা হলে তারা জানান, আমদানী করা সার গুলো তো নিন্ম মানের আছেই, তার পরও বস্তা গুলো ছিড়া ফাটা। কারখানার ডিলারসহ স্থানীয় এলাকাবাসী বিষয়টি খতিয়ে দেখার জন্য জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের এমপি মাননীয় সাংসদ তথ্য প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন