বিশ্বের মধ্যে বর্তমানে করোনভাইরাসে সবচেয়ে বেশি খাবার অবস্থা ভারতের। শত কোটি মানুষের দেশে মাত্র সাড়ে তিন কোটি মানুষের দেহে এই ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করা সম্ভব হয়েছে। এদের মধ্যে আক্রান্ত প্রায় ৩২ লাখ আর মৃত্যু ৬০ হাজার ছুই ছুই।
এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৪৮ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৮ হাজার ৩৯০ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬০ হাজার ৯৭৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১ লাখ ৬৭ হাজার ৩২৩।
ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪ লাখ ৪ হাজার ৫৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৫৫০ জন। সুস্থতার হার ৭৫ দশমিক ৯১ শতাংশ।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান। আনন্দবাজার
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন