করোনাভাইরাসের ভারতের অবস্থা ভয়াবহ। প্রতিদিন গতে ৬০ হাজারের বেশি মানুষ শনাক্ত হচ্ছেন। আর মৃত্যুবরন করছেন শত শত মানুষ। সরকারি হিসাবের বাইরে
অবস্থা আরও খারাপ। মোদী সরকার কোনোভাবেই করোনা পরিস্থিতি সামাল দিতে পারছে না।
বলা যায়, বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত এখন প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) হটস্পট। টানা ২৩ দিন দক্ষিণ এশিয়ার দেশটি দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে রয়েছে। এনডিটিভি এবং ওয়ার্ল্ডো মিটারের তথ্যে এমন ভয়াবহ চিত্রে উঠে এসেছে।
এনডিটিভি জানায়, গত ৪ আগস্ট থেকে ভারত দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে। দেশটিতে দৈনিক সংক্রমণ প্রায় ৭০ হাজার পর্যন্ত গিয়ে স্পর্শ করেছে। সাধারণত ৬০ হাজারের ওপরেই থাকছে দৈনিক সংক্রমণ।
বুধবারের ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ৮৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ভারতে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন।
দৈনিক সংক্রমণে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪৭ হাজার মানুষ। আর ৪০ হাজারের বেশি শনাক্ত নিয়ে তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। ভারতে মোট করোনা শনাক্ত হয়েছে ৩২ লাখ ৩১ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ হাজার ৬১২ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন