শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পা‌খিউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলা‌দে‌শি নিহত

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১:২৩ পিএম

কুড়িগ্রাম নাগেশ্বরী উপ‌জেলার নারায়নপুর ইউ‌নিয়‌নের পাখি উড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী বিএসএফ এর গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গে‌ছে । বৃহস্পতিবার রাত ২টায় দিকে এঘটনা ঘটে। ছ‌বি‌লের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য পাঠা‌নো হ‌চ্ছে।


না‌গেশ্বরী উপ‌জেলার কচাকাটা থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) মামুন অর রশীদ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত ছ‌বিল উ‌দ্দিন পা‌খিউড়া এলাকার মুসা আলীর ছে‌লে ব‌লে জানা গে‌ছে।

ত‌বে বি‌জি‌বি কু‌ড়িগ্রাম ২২ ব‌্যাটা‌লিয়‌নের অ‌ধিনায়ক লে.ক‌র্নেল জামাল হো‌সেন জা‌নি‌য়ে‌ছেন, সীমা‌ন্তে একজ‌নের মর‌দেহ উদ্ধা‌রের খবর পাওয়া গে‌ছে। ত‌বে বিএসএফ'র গু‌লি‌তে ওই ব‌্যা‌ক্তি মারা গে‌ছেন কী না তা নি‌শ্চিত হওয়া যায়‌নি। এ ব‌্যাপা‌রে বিএসএফ'র সা‌থে যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌চ্ছে।


পুলিশ ও এলাকাবাসী জানায় নারায়নপুর ইউনিয়নের পাখি উড়া সীমান্ত প‌থে ভারত থে‌কে গরু আনতে গেলে ওই সীমা‌ন্তে দা‌য়িত্বরত বিএসএফ সদস‌্য ছ‌বিল‌কে লক্ষ‌্য ক‌রে গুলি করে। ছবিল পেটের নি‌চে গু‌লি‌বিদ্ধ হ‌লে সেখা‌নেই তার মৃত‌্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
a aman ৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:২৪ পিএম says : 0
stop border shooting now !
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন