নাটোরের সিংড়ায় আ’লীগের বিপক্ষে মিছিল করেছে আ’লীগ। জাতীয় পাটির সাবেক এমপির ছেলে আ’লীগ নেতা আশিক ইকবালকে পিটিয়ে আহত করার প্রতিবাদ ও গ্রেফতার দাবীতে বৃহস্পতিবার ৬টার দিকে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আ’লীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক। পরে সিংড়া বাসস্ট্যান্ডে আয়োজিত অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ দুদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খ.ম মশিউর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আক্কাছ আলী, পৌর আ'লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, শেরকোল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল সরকার ও ছাতারদিঘী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিতম। গত ২৮আগস্ট উপজেলার রনবাঘা বাজার এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে জাতীয় পাটির সাবেক এমপি ইয়াকুব আলীর ছেলে আ’লীগ নেতা আশিক ইকবালকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন