রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পুলিশ সদস্যের মৃত্যু

নেছারাবাদে দুই পক্ষের সংঘর্ষ

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নে ম্যাজিক গাড়ি ও ইজিবাইক চালকদের দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে মো. নুরুল ইসলাম মোল্লা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। একই সময় ওই ঘটনায় তার ছোট ভাই মো. জবেদ মোল্লা আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার সীমান্তবর্তী পূর্ব জৌসার গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন এবং গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে রিপন মোল্লা বাদী হয়ে চার জনের নামে ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে সাগরকান্দা এলাকায় ম্যাজিক গাড়ির চালকরা জৌসার এলাকার এক ইজিবাইক চালককে মারধর করে। এ ঘটনার রেশ ধরে সন্ধ্যায় ওই গ্রামের সরকার বাড়ি এলাকায় দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। নুরুল ইসলাম ও তার ভাই জবেদ মোল্লা মারামারি থামাতে যায়। ঘটনার সময় আহত জবেদকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে নুরুল ইসলামকে না পেয়ে খুজতে যেয়ে ঘটনাস্থলের পাশে কলা বাগানের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়।
দ্রæত নুরুল ইসলাম ও তার ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা রজুর করা হয়েছে এবং আসামি ধরতে পুলিশের অভিযান চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন