যশোর প্রেসক্লাবে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হোসেন অভিযোগ করেছেন, একই উপজেলার ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান ২০১৭ সালে তার বউ ভাগিয়ে নেয়। এ ব্যাপারে মামলা করায় দীর্ঘদিন পালিয়ে থেকে এখন এলাকায় ফিরে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আ.লীগ নেতা সোলাইমান বলেন, চৌগাছা উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সহ-সভাপতি ছোটদিঘড়ী গ্রামের আইজেল হকের ছেলে সাদেকুর রহমান পরীক্ষার ফরম পূরণ ও ফিসের টাকা নেয়াসহ বিভিন্ন অজুহাতে আমার বাড়িতে আসতো। একপর্যায়ে সে আমার বউ ভাগিয়ে নেয়। দীর্ঘদিন সিলেটে থেকে এলাকায় ফিরেছে। অভিযোগের ব্যাপারে সাদেকুর বলেছেন, অভিযোগ মিথ্যা। তালাকপ্রাপ্ত একজনকে আমি বিয়ে করেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন