রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তিনি ছিলেন আমার অভিভাবকদের একজন: শাকিব খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৫:১২ পিএম

ঢাকায় সিনেমার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাদেক বাচ্চুর মৃত্যুতে ঢালিউডের আকাশে নেমেছে শোকের ছায়া। এদিন অভিনেতার সঙ্গে কাটানো নানা স্মৃতি রোমন্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করছেন শোবিজ তারকারা। এ তালিকায় বাদ গেলেন না ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানও।

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন শাকিব খান। সেখানে তিনি লিখেছেন, 'সাদেক বাচ্চু ভাই শুধু আমার সহশিল্পী ছিলেন না, তিনি ছিলেন চলচ্চিত্রে আমার অভিভাবকদের একজন। আমাকে তিনি সবসময় আগলে রেখে ভালোর পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিতেন। মানসিক সাপোর্ট দিয়ে সাহস যোগাতেন। নিয়মিত আমার খোঁজখবর রাখতেন। সহশিল্পী কিংবা অভিভাবকত্বের বাইরেও বাচ্চু ভাই আমার প্রতি এক অদৃশ্য মায়া দেখাতেন। তিনি আর নেই শোনা মাত্রই আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে।'

সাদেক বাচ্চুর সঙ্গে কাটানো পুরনো স্মৃতি রোমন্থন করে শাকিব আরও লেখেন, 'চলচ্চিত্রে এতগুলো বছর ধরে কাজ করে অনেকের সঙ্গে পরিচয় ও সুসম্পর্ক হলেও সবাই আপন হতে পারেনি। হাতে গোনা কিছু মানুষ হৃদয়ে ঠাঁই পেয়েছেন। তাদেরই একজন ছিলেন সাদেক বাচ্চু ভাই। তার সঙ্গে মন খুলে কথা বলতাম। অনেক কথায় শেয়ার করতাম। তিনি আমার ভালো কাজে যেমন উৎসাহ দিতেন, তেমনই মন্দ শুনলে খুব কষ্ট পেতেন। এমন গুণী অভিভাবক আর কোথায় পাবো!'

ওই পোস্টে বর্ষীয়ান অভিনেতা সাদেক বাচ্চুর আত্মার শান্তি কামনা করে কিং খান লিখেছেন, 'গত ২০ বছর ধরে আমরা একসাথে পথ চলেছি। সংস্কৃতির সব মাধ্যমে সফল হওয়া এ মানুষটিকে আজ হারালাম। একজন সহকর্মী হারানোর চেয়ে আমি ব্যক্তিগতভাবে মর্মাহত। মনে হচ্ছে, আমি আমার কোনো এক স্বজনকে হারালাম। পরম শ্রদ্ধায় সাদেক বাচ্চু ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যেখানেই থাকবেন দোয়া করি শান্তিতে থাকবেন।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন