বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের অভিযোগ দুটি নৌকাসহ ৫ জেলে আটক

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১:১৪ পিএম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে দুটি মাছ ধরা নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার বিকালে গহীন সুন্দরবনের নোটাবেকি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, শ্যামনগরের সোনা খালী গামের আকবার আলীর ছেলে আনছার আলী (৪০) ও আকরাম গাজী (৪৫), বংশীপুরের মমিন গাজীর ছেলে আজগার গাজী (৩৬), সোনাখালীর সামসুর গাজীর ছেলে আলমগীর (৩৬) ও আফসার আলীর ছেলে জামাল হোসেন (৩০)।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের র্কমর্কতা সুলতান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা পাঁচ জেলেকে আটক করেছে। তাদের বিরুদ্ধে বন আইনের ২৬(১) ও ২৬(১ধ)(ভ) ধারায় মামলায় দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন