স্বামী রিফাত শরীফ হত্যার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির ফাঁসির আদেশ দেয়ার সঙ্গে সঙ্গে আদালতে কান্নায় ভেঙ্গে পড়ে তার বাবা মোজাম্মেল হক কিশোর। এ সময় মিন্নিকেও ভেঙ্গে পড়তে দেখা যায়।
এদিকে রায়ের প্রতিক্রিয়ায় মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর বলেছেন, আমার সঠিক বিচার পাইনি। উচ্চ আদালতে যাব।
বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান বুধবার দুপুরে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। এতে ছয় আসামির মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দেয়া হয়েছে।
সকাল ৯টার আগে আগে রিফাতের স্ত্রী এ মামলার অন্যতম আসামি আয়শা সিদ্দিকা মিন্নি তার বাবা মোজাম্মেল হক কিশোরের মোটরসাইকেলে করে আদালতে উপস্থিত হন। মামলার আসামিদের মধ্যে কেবল তিনিই জামিনে ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন