শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাপ্তাই বিবাহ ও জেন্ডার উন্নয়ন বিষয়ক কর্মশালা

কাপ্তাই(রাঙ্গামাটি)উপজেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ২:৩৫ পিএম

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর আয়োজনে বাল্য বিবাহ ও জেন্ডার উন্নয়ন বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগামের ফিল্ড সুপারভাইজার শশীর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আরশাদ আলী এরশাদ, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তিনি আরোও বলেন, নারীরা যতো বেশী শিক্ষিত হবে ততো বেশী বাল্য বিবাহের হার কমে যাবে, সরকার নারীর ক্ষমতায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।
কর্মশালায় ইউপি সদস্য মাইন উদ্দিন, আবুল হাসনাত খোকন, নীহার রন্জন তনচংগ্যা, সুমন মেম্বার, মনা মেম্বার, আবুল হাসেম, মামুন মেম্বার, আজিজুল হক মন্ত্রী, মহিলা সদস্য নয়ন আক্তার, হোসনে আরা সহ স্হানীয় জরপ্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন