নাটোরে আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক কর্মশালা নাটোর সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানান হয় ১৯ জানুয়ারি ২০১৯ নাটোর জেলার মোট ২ লাখ ৬৩ হাজার ৮৮৯ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
নাটোর জেলার মোট ১৩৮৮ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্ম সম্পাদনের জন্য স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার, পরিবার কল্যাণ সহকারী এবং স্বেচ্ছাসেবক সহ প্রায় ২ হাজার ৯৭২ জন কর্মী নিয়োগ করা হবে।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন নাটোর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য ষিক্ষা অফিসার নূর-ই-নাহরিন ও মেডিক্যাল অফিসার নূর-ই-নাসরিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন