শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনার জন্য জয়পুরহাটে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহষ্পতিবার ধলাহার উচ্চ বিদ্যালয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন কুমার রায় শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই বিদ্যালয়ে ধলাহার ইউনিয়নের ৬টি উচ্চ বিদ্যালয়, ১০টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাদরাসার মোট ২শত জন শিক্ষার্থী ও ১৮জন শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করছেন। প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আমিনুল হক বাবুল। পর্যায়ক্রমে সদর উপজেলার ২শত টি উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয ও মাদরাসার ৬শত জন শিক্ষার্থী ও ২শতজন শিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন