বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাতিলের আবেদন খারিজ

শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

সাতক্ষীরায় তৎকালিন বিরোধীদলীয় নেতা (বর্তমানে প্রধানমন্ত্রী) শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ আদেশ।এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জোনরেল এসএম মুনীর। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এসএম মুনীর জানান, ২০০২ সালের ৩০ আগস্ট ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরার কলারোয়ায় যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সড়কপথে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা হয়। তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। ঘটনার পর এ বিষয়ে ‘হত্যা চেষ্টা’র মামলা হয়। তদন্ত শেষে ২০১৫ সালে এ মামলায় চার্জশিট দাখিল হয় আদালতে। এর মধ্যে হত্যাচেষ্টা মামলায় এক আসামির বয়স ঘটনার সময় ১০ বছর ছিল মর্মে উল্লেখ করে মামলাটি বাতিলের আবেদন করা হয়। ২০১৭ সালে করা আবেদনের ওপর শুনানি শেষে একই বছর ২৩ আগস্ট মামলার বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না-এই মর্মে রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল উপরোক্ত আদেশ দেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন