শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

‘ওরা এগারো জন’

টাইব্রেকারে কামাল একাদশের জয়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

মুজিব শতবর্ষ ফুটবল টুর্ণামেন্টে প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ ৯০ মিনিটের খেলায় দর্শকরা যতটুকু আনন্দ পেয়েছে তারচেয়ে আরো বেশি আনন্দ পেয়েছে টাইব্রেকারে। স্নায়ুচাপে ভুগেছিল খেলোয়াড়রা। ফলে অনেকেই গোলের নিশানা ঠিক রাখতে পারেনি। হয়তো বাইরে মেরেছে নয়তো তুলে দিয়েছে গোলরক্ষকের হাতে। ফলাফল নিষ্পত্তির জন্য এভাবে টাইব্রেকারে এগারো জনকেই গোলে শুট নিতে হয়েছে। এতে ডা. কামাল এ খান জয় পেয়েছে। গতকাল এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ট্রাইবেকারে ডা. কামাল এ খান ৬-৫ গোলে এস.এম. কামাল উদ্দিনকে হারিয়েছে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিল। দু’দলের মধ্যকার এ ম্যাচটিতে খেলার ২৫ মিনিটে এস.এম. কামাল উদ্দিনের পক্ষে বোরহান গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। ৬৭ মিনিটে কামাল এ খানের জাহিদুল গোল করে খেলাটি সমতায় নিয়ে আসে (১-১)। ট্রাইবেকারে ডা. কামাল এ খানের মুন্না, জমির, পাভেল, আখতারুজ্জামান, মহিবুল্লাহ, রাসেল গোল করে উপরদিকে কামাল উদ্দিন দলের বাবর, সাদ্দাম, রাজীব, মিনহাজ, সৈকত গোল করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন