সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রীর আর কোন পথ নাই: ডা. জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ২:০০ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ বলেছেন, আজকে সারাদেশ ভয়ানকভাবে অসুস্থ- রোগে, যৌন নিপীড়নে, ধর্ষণে। সুখের খবর হলো আমাদের প্রধানমন্ত্রী আর তার কন্যা সুস্থ্ আছেন। তবে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া এই রোগের কোন চিকিৎসা নেই। এজন্য কমিশন করে, সবার সঙ্গে কথা বলে, দেশকে গণতন্ত্র দেয়া এবং মধ্যবর্তী নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রীর আর কোন পথ নেই।

আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ন্যায় জঘন্য ও ঘৃণ্য অপরাধের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল।

এসময় ইমামদের ভূমিকা তুলে ধরে জাফরুল্লাহ বলেন, সম্প্রতি আমাদের আলেম সমাজ একটা স্টেটমেন্ট দিয়েছেন। তারা সেখানে মূল ইস্যু হিসেবে উল্লেখ করেছেন, মেয়েদের সমতা দিতে হবে। আপনাদের মসজিদে মসজিদে খুতবায় দেশের অনাচারের বিষয়টি তুলে ধরতে হবে।

তবে এর একমাত্র চিকিৎসা হলো সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের এই রোগের কোন চিকিৎসা নাই। দ্বিতীয়ত, ইমাম সাহেবরা যেন এক বক্তব্য দিয়েই খালাস না হন।

এসময় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, আমরা সবার বাড়িতে সুখ চাই। এজন্য কমিশন করেন, সবার সঙ্গে কথা বলেন, দেশকে গণতন্ত্র দেন। মধ্যবর্তী নির্বাচন ছাড়া আপনার কোন পথ নাই।

শিক্ষার ব্যাপারে সরকার একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটা কিছু ভুল পথে চললে সেটাকে কারেক্ট করা খুব কঠিন ব্যাপার হয়। ১৯৭২ সালে আমাদের পরীক্ষা নিয়ে যে সমস্যা হয়েছিল, নকলের যে সমারোহ হয়েছিল, সেটাকে বন্ধ করতে আমাদের একটা দীর্ঘ সময় লেগেছিল। আজকে তারই উদাহরণ ধরে বলছি, সরকার একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হানিফের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কবি আবদুল হাই শিকদার, এহসানুল হক মিলন, জাহাঙ্গীর আলম মিন্টু, সেলিম হোসেন ভূইয়া, রফিক শিকদার, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Jasim Uddin ১৬ অক্টোবর, ২০২০, ৪:৩৬ পিএম says : 0
জাফরুল্লা বি এন পির এজেন্ডা বাস্তবায়নে যা খুশি বলতে পারে, এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু যায় আসে না। কারন শেখ হাসিনা কাজ করেন জণগনের জন্য। তাই জণগনই ঠিক করবে তিনি থাকবেন কি থাকবেন না।
Total Reply(0)
Jannatul Tajriyan ১৬ অক্টোবর, ২০২০, ৪:৩৭ পিএম says : 0
আমি আওয়ামী লীগ সরকারের বিরোধী হতে পারি কিন্তু বর্তমানে বিশ্বের যে পরিস্থিতি তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত অন্য কাউকে চয়েজ করতে পারছিনা। সরকারের উচিত শক্ত হাতে দেশের বিশৃংখলতা, হত্যা, ধর্ষণ ,দুর্নীতি, কালোবাজারি শক্ত হাতে দমন করা। সত্যি বলছি আমি সরকার পক্ষের সমর্থক নই, তবে বর্তমান ভারত চীন দ্বন্দ্বে আওয়ামী লীগ সরকারই আমার বেস্ট চয়েজ।
Total Reply(0)
Emran Hossin ১৬ অক্টোবর, ২০২০, ৪:৩৭ পিএম says : 0
হা প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচন দিন দেশকে বাঁচান।
Total Reply(0)
Mohammad Sarower Hossain ১৬ অক্টোবর, ২০২০, ৪:৩৮ পিএম says : 0
দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীর বিকল্প নেই
Total Reply(0)
Ryhan Burr ১৬ অক্টোবর, ২০২০, ৪:৩৮ পিএম says : 0
মনে হচ্ছে সব পথে কাঁটা বসিয়ে দিয়েছেন শুধুমাত্র একটা পথ খোলা রেখেছেন হাসবো না কান্না করবো!!!
Total Reply(0)
Asish Chowdhury ১৬ অক্টোবর, ২০২০, ৫:২৭ পিএম says : 0
Save the country save the people
Total Reply(0)
Asish Chowdhury ১৬ অক্টোবর, ২০২০, ৫:২৭ পিএম says : 0
Save the country save the people
Total Reply(0)
Asish Chowdhury ১৬ অক্টোবর, ২০২০, ৫:২৭ পিএম says : 0
Save the country save the people
Total Reply(0)
মতিন ১৬ অক্টোবর, ২০২০, ৫:৩৪ পিএম says : 0
প্রধানমন্ত্রীর খেয়ে দেয়ে কাজ নেই মধ্যবর্তী নির্বাচন স্বেচ্ছায় মধ্যবর্তী নির্বাচন দিবে,ঐ আশায় থাকেন!
Total Reply(0)
মতিন ১৬ অক্টোবর, ২০২০, ৫:৩৫ পিএম says : 0
প্রধানমন্ত্রীর খেয়ে দেয়ে কাজ নেই স্বেচ্ছায় মধ্যবর্তী নির্বাচন দিবে,ঐ আশায় থাকেন!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন