মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনালি আসর

শোকের ছড়া

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আহাদ আলী মোল্লার দুটি ছড়া

হারিয়ে তাকে

জাতির জনক শেখ মুজিবুর
তার ছিল এক ছেলে,
শিশুকালেই দেশের কথা
ভাবতো খেলা ফেলে।

ছোট্ট রাসেল সোনামণি
হাসি হাসি মুখে,
এঁকে দিতো স্বপ্ন কতো
মা ও বাবার বুকে।

হারিয়ে তাকে এ দেশবাসী
আজও কাতর চোখে,
এক নাগাড়ে করে হায় হায়
ভাসে করুণ শোকে।

কী দোষ ছিল

আবির সোহাগ মুন্নি মিতা
শান্তা সুমি রওশন আরা;
তোমরা সবাই কও সোনারা
কী দোষ ছিল শেখ রাসেলের
পায়নি কেন রেহাই;
হারিয়ে গেল সে হায়!

শিশু রাসেল আমার তোমার
সকল শিশুর বন্ধুরে
আছে কোথায় কোন দূরে?

থাক ঘুমিয়ে থাক;
তার স্বপ্ন বাংলাজুড়ে
ছড়িয়ে শোভা পাক।


আব্দুস সালাম
শপথ

মুজিব তুমি জিতে ছিলে
নিরঙ্কুশ আসনে
তবু তোমায় দেয়নি গদি
তাই কাঁপালে ভাষণে।

পঁচিশে মার্চ মধ্যরাতে
আটক হলে তুমি
স্বাধীনতার নির্দেশনায়
কাঁপলো দেশের ভূমি।

দেশটা স্বাধীন করলে তুমি
হয় না যে তার তুল্য
যুগে যুগে স্বাধীনতার
যায় না দেওয়া মূল্য।

লুক্কায়িত শত্রু যারা
করলো তোমায় গুলি
বর্বরতার এই ঘটনা
কেমন করে ভুলি।

জ্ঞানপাপীদের রুখতে সবাই
করছি শপথ আজি
দেশ বাঁচাতে জীবন দিতে
থাকবো সবাই রাজি।


জুলফিকার আলী
বাংলার খোকা

বর্ষাকালে মা, বাবা তার
হাতে দিতেন ছাতা,
শীতকালে গরম চাদর
ঢাকবে শরীর-মাথা।
ৎছাতা, চাদর করে আদর
বিলিয়ে দিতেন তিনি,
কেনার সামর্থ্য নেই যাদের
দরিদ্রতা প্রতিদিন-ই!
সেই খোকা শেখ মুজিব
সোনার দেশ গড়েন,
মীর জাফরই করে ঘাতকেরা
তাকে হত্যা করেন।
ঊাংলার খোকা শেখ মুজিব
ভালবাসেন দেশ,
পনের আগস্টে তিনি
হয়নি কো শেষ!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন