একজন মানুষের (রাজীব খান্ডেলওয়াল) গল্প এটি। হাসপাতালের বেডে সে একদিন নিজেকে আবিষ্কার করে। অতীতের তেমন কোনও কথা মনে নেই তার। শুধু মনে আছে তার নাম আরমিন আর সে একসময় প্যারিস থাকত। আর মাঝে মাঝে এক নারীর নিহত হবার আবছা স্মৃতি ভেসে ওঠে তার মনে। আরও কিছু কিছু টুকরো স্মৃতি আছে তার, তবে তার কোনটিই সে মেলাতে পারে না। তার বর্তমান আর অতীতের সব কিছুই তার কাছে একটি বড় ধাঁধার মত। তার এখন একটি প্রত্যাশা সে আসলে কে তা জানা। সে যখন তার জীবনের স্মৃতির সব ধাঁধাকে এক করে তার সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন তার পাশে এসে দাঁড়ায় কাব্য (গওহর খান) নামের এক নারী। সেই এখন তার সার্বক্ষণিক সঙ্গী। এর মধ্যে আরও এক নারী খুন হয়। যখনই সে তার হারানো পরিচয়ের রহস্য উদ্ধার করে তখনও এক অন্ধকার জীবনের কথাই তার স্মৃতিতে স্পষ্ট হয়ে ওঠে। আর তাতে সে জানে একটা সময় ছিল যখন সে একা থাকত, তার কোনও সঙ্গী ছিল না, একা ঘুমানো, একা খাওয়া, একা চলা ছিল তা জীবনধারার অংশ। মানুষের কোনও মূল্য ছিল না তার কাছে। খুন করে অর্থ উপার্জন করাই ছিল তার পেশা। এক পেশাদার খুনি হিসেবেই নিজেকে দেখতে পায় সে। অতীতের স্মৃতি মেলাতে গেরে এমনই মনে হয় তার। তবে কী কেউ তাকে খুনি সাজাবার চেষ্টা করছে? কে তাকে পেশাদার আততায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন