শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বালাগাল উলা বিকামালিহি কাসাফাদ্দোজা বিজামালিহি

এ. কে. এম ফজলুর রহমান মুনশী | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

এই পৃথিবীর মানব গোষ্ঠীর মধ্যে উত্তম হলেন নবীগণ। আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাসূলগণ। রাসূলগণের মধ্যে অধিকতর সর্যাদাসম্পন্ন হলেন উলুল আযম রাসূলগণ। উলুল আযম রাসূল হলেন হযরত নূহ (আ:), হযরত ইব্রাহীম (আ:), হযরত মূসা (আ:), হযরত ঈসা (আ:) এবং খাতামুন নাবিয়ীন হযরত মোহাম্মদ মোস্তফা আহমাদ মুজতাবা (সা:)। এতদ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত আল-কুরআনে ঘোষণা করেছেন (ক) আমি কতিপয় নবীকে (আ:), অন্য কতিপয় নবীর ওপর মর্যাদা দান করেছি। (সূরা আল ইসরা : আয়াত ৫৫১) (খ) ইরশাদ হয়েছে : ধৈর্য ধারণ করুন, যেমনÑ উলুল আযম নবীগণ ধৈর্য ধারণ করেছেন। তাদের ব্যাপারে তাড়াহুড়া করেন না। (সূরা আল-আহকাফ : আয়াত-৩৫ । (গ) দীর্ঘ একটি হাদিসে রাসূলুল্লাহ (সা:) বলেছেন : হে নূহ (আ:)! আপনি হলেন এই দুনিয়াতে সর্বপ্রথম রাসূল। (সহীহ মুসলিম: ১/১১১) (ঘ) সর্বপ্রথম নবী হযরত আদম (আ:) এবং সর্বশেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফা (সা:)। হযরত আদম (আ:)-এর নবুওয়্যাতের সপক্ষে আল- কুরআনে ঐ সকল আয়াত উপস্থাপন করা যায় যেখানে তার প্রতি আদেশ- নিষেধ রয়েছে। আল্লাহপাক ইরশাদ করেছেন : হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। নিঃসঙ্কোচে যা ইচ্ছা তাই ভক্ষণ করো, তবে এ বৃক্ষটার নিকটবর্তী হয়ো না। (সূরা আল বাকারাহ: আয়াত-৩৫)। তাছাড়া উম্মতে মোহাম্মদীর ঐকমত্যে এ কথা নিশ্চিত প্রমাণিত যে, হযরত আদম (আ:)-এর কালে আর কোনো নবী ছিলেন না। (নিবরাস : পৃষ্ঠা ২৭৪) (ঙ) উলুল আযম রাসূল কারা বা উলুল আযম রাসূল কাকে বলে এ ব্যাপারে একাধিক উক্তি দেখা যায়। তন্মধ্যে সর্বোত্তম উক্তি হলো আল্লামা বাগাভী (রহ:)-এর। তিনি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা:) এবং হযরত কাতাদাহ (রা:) হতে বর্ণনা করেছেন যে উলুল আযম রাসূল হলেনÑ হযরত নূহ (আ:), হযরত ইব্রাহীম (আ:), হযরত মূসা (আ:), হযরত ঈসা (আ:) এবং বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা (সা:)। আল-কুরআনের সূরা আল আহযাবের ৭ নম্বর আয়াতে যাদের নাম উল্লেখ আছে। (আকীদায়ে তাহাভিয়্যাহ মায়াশ, শহরহ: পৃষ্ঠা-৩১১-৩১২)।

মহান রাব্বুল আলামীন প্রত্যেক জাতি ও অঞ্চলে নবী-রাসূল প্রেরণ করেছেন। কোনো জাতি বা দেশ এমন নেই যেখানে কোনো নবী বা রাসূল প্রেরিত হননি। এতদপ্রসঙ্গে আল্লাহপাক ইরশাদ করেছেন: (ক) আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি (তারা আমার নির্দেশমতো উম্মতদের বলেছেন) তোমরা আল্লাহ তায়ালার ইবাদত করো। আর তোমরা তাগুত বা শয়তান হতে দূরে থাক। তাদের মধ্যে কিছু লোকের ওপর পথভ্রষ্টতা স্থায়ী হয়েছে (অর্থাৎ পথভ্রষ্টতার মধ্যে ডুবে রয়েছে)। অতঃপর তোমরা লক্ষ করো মিথ্যা আরোপকারীদের পরিণাম কি হয়েছিল। (সূরা আল নাহল : আয়াত-৩৬)। (খ) ইরশাদ হয়েছে : এমন কোনো উম্মত নেই, যাদের মধ্যে সতর্ককারী বা ভীতি প্রদর্শনকারী অতিবাহিত হয়নি। (সূরা-আল ফাতির: আয়াত-২৪১)। আল্লাহপাক আম্বিয়ায়ে কেরামের উছিলায় আমাদের ক্ষমা করুন আমীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন