শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্যাংক-অস্ত্রশস্ত্র ফেলে পালাচ্ছে আর্মেনীয় বাহিনী

৭০ বছর পর আজানের ধ্বনি কারাবাখে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

পরাজয়ের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর্মেনীয় বাহিনীর। একের পর এক আজারবাইজানের ভ‚মি ছাড়তে বাধ্য হচ্ছে তারা। এদিকে দীর্ঘ ৭০ বছর পর কারাবাখে আজানের ধ্বনি শোনা গেছে। গত মঙ্গলবার আজারবাইজানের সেনারা সেখানে আজান দিয়েছেন। বিরোধপ‚র্ণ অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে তুমুল যুদ্ধ চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। দুই বার যুদ্ধবিরতির ডাক দিয়েও মানেনি কোনো পক্ষই।

এদিকে যুদ্ধরত অবস্থায় কারাবাখের জাবরাইল প্রদেশে আজারবাইজানের সেনাবাহিনীর একের পর এক আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে আর্মেনিয়ার সেনাবাহিনীর ৫৫৬ রেজিমেন্ট। বুধবার আজারবাইজানের সংবাদমাধ্যম আজভিশন জানায়, যুদ্ধরত অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাংক রেখে পালিয়ে যায় শত্রæপক্ষ। এছাড়া আরো কয়েকটি অঞ্চলে তীব্র আক্রমণের মুখে আর্মেনীয় বাহিনী সামরিক যানবাহন, গোলাবারুদ, রকেট লাঞ্চার, বিভিন্ন ধরনের অস্ত্র, গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়।

বুধবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। এতে দেখা যায়, বেশ কিছু ট্যাংকের ধ্বংসাবশেষ। রাতভর আজারবাইজানের সেনাবাহিনীর আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্রে এসব ট্যাংক রেখে পালিয়ে যায় আর্মেনীয় বাহিনী।

এদিকে তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, মঙ্গলবার রাত থেকে আঘদারা, ফুজুলি, জাবরাইল এবং গুবাদলি এলাকায় সম্মুখ যুদ্ধ হয়। এসব এলাকায় ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির মুখে পড়ে আর্মেনীয় বাহিনী। তাদের বেশ কিছু গোলাবারুদ ও বাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটে। উল্লেখ্য, নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভ‚খÐ হিসেবে স্বীকৃত।

তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। এবার নিজেদের এই ভ‚খÐ দখলে নিতে সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে আর্মেনিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করে আজারবাইজান। সূত্র : আজভিশন, ইয়েনি শাফাক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Shahriar Rizvi ২৩ অক্টোবর, ২০২০, ১২:৫৪ এএম says : 0
Alhamdulillah
Total Reply(0)
MK Alam ২৩ অক্টোবর, ২০২০, ১২:৫৪ এএম says : 0
আল্লাহু আকবার
Total Reply(0)
Md. Abul Kashem ২৩ অক্টোবর, ২০২০, ১২:৫৪ এএম says : 0
মুসলিম বিশ্বের দুইটা ক্যান্সার: ১. ইসরাইল, ২. আর্মেনীয়া।
Total Reply(0)
Rony Rony Rony Rony ২৩ অক্টোবর, ২০২০, ১২:৫৪ এএম says : 0
আলহামদুলিল্লাহ
Total Reply(0)
রিমা রিমা ২৩ অক্টোবর, ২০২০, ১২:৫৫ এএম says : 0
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ..... আমরা একে একে পৃথিবী জয় করবো,ইনশাল্লাহ
Total Reply(0)
Md Riazul Islam ২৩ অক্টোবর, ২০২০, ১২:৫৫ এএম says : 0
কেও কেও বলে আর্মেনীয়দের হাতে ব্যাপক মাইর খাচ্ছে তুর্কী এবং আজারবাইজান। কথা কি সত্য নাকি??
Total Reply(0)
Abdur Rokib ২৩ অক্টোবর, ২০২০, ১২:৫৫ এএম says : 0
আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
Total Reply(0)
মুহাম্মদ সবুজ নড়াইল ২৩ অক্টোবর, ২০২০, ১২:৫৫ এএম says : 0
একদিন এভাবে সারা পৃথিবীতে মূসলিমদের। বিজয় অর্জিত হবে। ইনশাআল্লাহ।
Total Reply(0)
Engineer Amirul Islam ২৩ অক্টোবর, ২০২০, ৬:২৪ এএম says : 0
Alhambdullihah
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন