তুরস্কের জন্য তৈরি করা অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান তুরস্ককে না দিয়ে এরই মধ্যে গ্রিসের কাছে বিক্রি পাকাপোক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে তুরস্ক ও পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে বেশ কিছু ইস্যুতে বাকযুদ্ধ চলছে। এ কারণেই তুরস্কের কাছে আর এফ-৩৫ বিক্রি করতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র। এছাড়া, রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার কারণেও তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান বিক্রিতে অনিচ্ছুক। তবে তুরস্কই ওই এফ-৩৫ যুদ্ধবিমান অর্ডার করেছিল প্রথমে।
এখন তুরস্ককে না দেয়ায় সেগুলো কিনছে গ্রিস। রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না কিনতে তুরস্ককে একাধিকবার সাবধান করেছিল যুক্তরাষ্ট্র। তবে দেশটির এরদোগান প্রশাসন এস-৪০০ কিনতে মনস্থির করে ফেলে। যুক্তরাষ্ট্র এ কারণে তুরস্কের ওপর অবরোধ আরোপেরও হুমকি দেয়।
জানা যায়, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর গ্রিস সফরের সময় ২০টি যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে ৬টি আসবে ২০২২ সালে। এছাড়া, গ্রিস ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা নিরাপত্তা চুক্তিও ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। সূত্র: ইউরেশিয়া টাইমস
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন