শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

‘তুরস্ক থেকে আপনার নোংরা হাত সরিয়ে নিন’, যুক্তরাষ্ট্রকে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৯ পিএম

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু শুক্রবার আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফ্লেককে বলেছেন, ‘তুরস্ক থেকে আপনার নোংরা হাত সরিয়ে নিন।’ শনিবার তুরস্কের হেবারতুর্ক পত্রিকা এ তথ্য জানিয়েছে।

সোয়লু বলেন, ‘তুরস্কে আসা প্রত্যেক মার্কিন রাষ্ট্রদূতই তুরস্কে কিভাবে একটি অভ্যুত্থান সম্ভব করা যায় তা খুঁজে বের করার জন্য তাড়াহুড়ো করছেন।’ বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ফ্লেককে সম্বোধন করে সোয়লু জোর দিয়ে বলেছেন, ‘আমি এখান থেকে মার্কিন রাষ্ট্রদূতকে সম্বোধন করছি। আমি জানি যে সাংবাদিকদের আপনি নিবন্ধ লিখেছেন। তুরস্ক থেকে আপনার নোংরা হাত সরিয়ে নিন। আমি খুব পরিষ্কার করে বলছি।’ মার্কিন রাষ্ট্রদূতের প্রতি অন্য অভিযোগে, তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন: ‘আমি খুব ভালো করেই জানি আপনি কীভাবে তুরস্কে বিবাদ সৃষ্টি করতে চান। তুরস্ক থেকে আপনার হাসি মুখ সরিয়ে নিন।’

‘প্রত্যেক মার্কিন রাষ্ট্রদূত নিজেকে জিজ্ঞাসা করেন কিভাবে তারা তুরস্কের ক্ষতি করতে পারে। এটি বছরের পর বছর ধরে তুরস্কের সবচেয়ে বড় দুর্ভাগ্যের একটি। তারা অন্য রাষ্ট্রদূতদের একত্রিত করে এবং তাদের পরামর্শ দেয়ার চেষ্টা করে। মার্কিন দূতাবাসগুলো ইউরোপেও একই কাজ করে, এভাবেই তারা ইউরোপকে পরিচালনা করে,’ সয়লু উল্লেখ করেছেন। ইস্তাম্বুলে সন্ত্রাসী হামলার বিপদের বিরুদ্ধে তুরস্কে মার্কিন নাগরিকদের সম্প্রতি জারি করা সতর্কতার প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন। মার্কিন সতর্কতার উপর নির্ভর করে পশ্চিমা দেশগুলোর দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতেও সতর্কতার কথা বলা হয়েছে।

মার্কিন দূতাবাসের বিবৃতি গত সপ্তাহে ইউরোপে উগ্র ডানপন্থী ব্যক্তিদের পবিত্র কুরআনের কপি পোড়ানোর আলোকে জারি করা হয়েছিল। পরে জার্মানি, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য সহ অনেক পশ্চিমা দেশ ঘোষণা করেছে যে, তারা ‘নিরাপত্তার কারণে’ এবং ‘সম্ভাব্য প্রতিশোধমূলক আক্রমণ’ এর জন্য ইস্তাম্বুলে তাদের কনস্যুলেট বন্ধ করে দেবে। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আঙ্কারার সাথে আলোচনা না করে কিছু পশ্চিমা দেশের তাদের কনস্যুলেটগুলি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্তকে ‘পরিকল্পিত’ হিসাবে বর্ণনা করেছিলেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন