শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রাম বন্দরের এক একর জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

নগরীর নিউমুরিং এলাকার ১৫০টি স্থাপনা উচ্ছেদ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক একর জায়গা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। 

অভিযানে নিউমুরিং এমপিবি গেইট থেকে নেভি গেইট পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দেড় শতাধিক ছোট বড় স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। রেললাইনকে ঘিরে এসব এলাকায় রিকশা ও গাড়ির গ্যারেজ, দোকানপাট, বসতঘর, গুদাম তৈরি করা হয়।
বন্দরের অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন বলেন, নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বন্দরের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন