পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘মা’ ইলিশ রক্ষায় বুধবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বলেশ্বর নদে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ৭০ হাজার মিটার জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ বাহিনীর সমন্বয়ে বলেশ^র নদের তুষখালী মোহনা থেকে বড় মাছুয়া পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত জালের মধ্যে রয়েছে ইলিশ জাল ৫০ হাজার মিটার, কারেন্ট জাল ২০ হাজার মিটার ও চরঘেরা জাল ১টি। জালের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। অভিযান শেষে জব্দকৃত জাল বড় মাছুয়া ষ্টিমার ঘাটের কাছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য অধিদপ্তর ও নৌবাহিনী সমন্বয়ে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।
মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, বুধবার রাত ১২ টায় অবরোধ শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই জেলেরা জাল নিয়ে মৎস্য নিধনে নামলে এ অভিযান পরিচালনা করে জাল জব্দ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন