সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে জাল ফেলে ইলিশ মাছ ধরার অপরাধে গতকাল শনিবার সকালে ৭ হাজার মিটার কারেন্ট জাল ও দুইশ’ মিটার টোনাজালসহ এক ব্যক্তিকে আটক করেছে নারায়ণগঞ্জ কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদ- ও জব্দকৃত জালগুলোকে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলু এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মুমিনুল হক উপস্থিত ছিলেন। অপরদিকে সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে। নারায়ণগঞ্জ ফতুল্লা কোস্টগার্ডের পেটি অফিসার মাহমুদুর হাসান জানান, উপজেলার মেঘনা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলে ইলিশ মাছ ধরার অপরাধে ৯ হাজার মিটার জালসহ যাদব চন্দ্র বর্মন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন এবং জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন