শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হালদা অভিযানে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। গত শনিবার দিনগত রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে হালদার উত্তর মাদার্শা অংশের আমতুয়া পয়েন্ট থেকে ২টি ও রামদাশহাট সুইচগেটের নিকট হতে ১টি ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য ২ হাজার মিটার। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে তৎপরতা চালিয়ে উল্লিখিত দুটি পয়েন্টের জাল উদ্ধার করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আইডিএফ মৎস্যকর্তা ও উত্তর মাদার্শার গ্রাম পুলিশ সদস্যরা। হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র রক্ষায় প্রায় প্রতিদিনই হালদার বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের অভিযান কিংবা নজরদারি রয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন